গত বৃহস্পতিবার মুক্তি পেল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘নবাব’র ট্রেইলার। শাকিব খান ও শুভশ্রীর অ্যাকশান আর রোমান্সে ভরপুর সিনেমার ট্রেইলারটি প্রকাশের পরেই ইউটিউবে ঝড় তুলেছে। ইতিমধ্যে বাংলাদেশের জাজ মাল্টি মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ট্রেইলারটি প্রায় সাড়ে ৫ লাখের বেশি দেখা হয়েছে।
আর ভারতের এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ট্রেইলারটি দেখা হয়েছে প্রায় ৪ লাখের মতো। ট্রেইলারের শুরুতেই ব্যাকগ্রাউন্ড সংলাপে ছিল চমক আর নাটকীয়তা। ভরাট গলার একটি কণ্ঠ বলতে থাকে- ‘একজন গল্প বলবে ১০ জন শুনবে, ১০০ জন ভয় পাবে, ১০০ থেকে হাজার, হাজার থেকে লাখ।’
প্রকাশিত ট্রেইলারে শাকিব খানের অ্যাকশন ও রোমান্সের ঝলকেই বোঝা গেছে পুরোদস্তুর মসলাদার বাণিজ্যিক সিনেমা উপহার দিতে যাচ্ছেন ঢালিউডের এই সুপারস্টার। এতে শাকিব খানকে ভিন্ন লুকে দেখা যাবে। সিনেমাটির প্রযোজনায় রয়েছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের আবদুল আজিজ ও ভারতের নির্মাতা জয়দেব মুখার্জি।
তবে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত ট্রেইলারে বাংলাদেশ অংশের যৌথ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া ও পরিচালক আবদুল আজিজের নাম নেই।
কেবলমাত্র সিনেমাটির একক প্রযোজক হিসেবে এস কে মুভিজ ও একক পরিচালক হিসেবে জয়দেব মুখার্জির নাম উল্লেখ করা রয়েছে।
সিনেমাটির গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। শাকিব-শুভশ্রী ছাড়াও এতে অভিনয় করেছেন, অমিত হাসান, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।
ঈদুল ফিতরে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পেলেও ভারতে তা মুক্তি পাবে জুলাইয়ে। এর আগে ‘শিকারি’ সিনেমা দিয়ে দুই বাংলার দর্শক হৃদয় জয় করেছিলেন শাকিব। এবার ‘নবাব’ দিয়ে তেমনই কিছু করে দেখাবেন বলে বিশ্বাস সিনেমা সংশ্লিষ্টদের।