অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়ার পরিণতি কী হতে চলেছে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এদিকে দিদি প্রিয়াঙ্কা চোপড়া তো হলিউড মাতাচ্ছেন। কিন্তু পরিণীতির সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ‘হাসি তো ফাঁসি’, ‘দাওয়াত ই ইশক’, ‘কিল দিল’সহ একাধিক ফ্লপের ধাক্কা সামলাতে হয়েছে বলিউড সুন্দরীকে। এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মেরি প্যারি বিন্দু’কে ঘিরে অনেক আশা ছিল এ অভিনেত্রীর।

পরিণীতি চোপড়া
কিন্তু সে আশাতেও জল ঢেলে দিয়েছে দর্শক। পরিণীতির পরিণতি হয়তো তার লাকি চ্যাপ অর্জুন কাপুরের হাত ধরেই ভালো হতে পারে। আবার তারা একসঙ্গে আসতে চলেছেন দিবাকর ব্যানার্জির ছবিতে। পাঁচ বছর আগে অর্জুনের সঙ্গে জুটি বেঁধে বলিউড সুন্দরী ‘ইশকজাদে’ ছবিটি করেন। এ ছবিটি চিত্র সমালোচক তথা দর্শক— সবারই প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে তাদের অনস্ক্রিন রসায়ন রীতিমতো সাড়া ফেলে।

পরিণীতি চোপড়া
এমনকি পরিণীতি ছবিতে তার চরিত্রের জন্য ‘বিশেষ মেনশন’ জাতীয় পুরস্কারও পান। আবার দিবাকর ব্যানার্জির ছবিতে ফিরে আসছে ‘ইশকজাদে’র সেই হট জুটি। বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অর্জুন এবং পরিণীতি দুজনেরই চিত্রনাট্য পছন্দ হয়েছে এবং দুজনই দিবাকরকে সবুজ সংকেত দিয়েছেন।

পরিণীতি চোপড়া
অ্যাকশন-রোমান্সধর্মী এই ছবিটির গল্প বোনা হয়েছে উত্তর ভারতের পটভূমিকায়। অর্জুনকে পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা যাবে। তবে পরিণীতির চরিত্রটি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। পরিণীতি এখন ব্যস্ত ‘গোলমাল এগেইন’ ছবির কাজ নিয়ে। এখন দেখা যাক, পরিণীতির ‘রিয়েল লাইফ’ বন্ধু অর্জুন ‘রিল লাইফ’-এ তার ভাগ্যের চাকা কতটা ঘোরাতে পারেন।