চলতি বছরের ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চিত্রনায়ক আলমগীর পরিচালিত চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’। এর মাধ্যমে বিশ বছর পর আবারও নির্মাতা হিসেবে দেখা যাবে তাকে। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করবেন আলমগীর।
চলচ্চিত্রটির প্রায় সব শিল্পী চূড়ান্ত থাকলেও জনপ্রিয় এই অভিনেতার বিপরীতে কে অভিনয় করবেন তাই ছিল চমক। অবশেষে এই চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন চিত্রনায়িকা চম্পা।
১৯৮৬ সালে আলমগীরের নির্দেশনাতেই ‘নিষ্পাপ’ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছিলেন চম্পা। দীর্ঘ ত্রিশ বছর পর আবারও তাদের দু’জনকে জুটি হিসেবে দেখা যাবে।
চম্পা প্রসঙ্গে আলমগীর বলেন, ‘সে খুবই সিরিয়াস একজন অভিনেত্রী। নিজের অভিনয় কীভাবে সুন্দর করা যায়, সেই চেষ্টাটা তার এখনো আছে। অভিনয়ের প্রতি তার দুর্বলতা, একাগ্রতা, নিষ্ঠাই সাধারণত চোখে পড়ে না। আর এ কারণেই আমার চলচ্চিত্রে কাজ করার বিষয়ে চূড়ান্ত হবার পর থেকেই অভিনয়ের বিষয়ে নানান বিষয় নিয়েই আলোচনা করছে। এটা একাগ্রতারই দৃষ্টান্ত।’
চম্পা বলেন, ‘আমি যে সময়ে তার (আলমগীর) নির্দেশনায় কাজ করেছি, সে সময় চলচ্চিত্র সম্পর্কে আমার ধারণাই কম ছিল। অন্য অনেকের চেয়ে তিনি অনেক গুণী একজন নির্মাতা। আলমগীর ভাই চাইলেই আরো অনেক ভালো ভালো চলচ্চিত্র দর্শককে উপহার দিতে পারতেন। তিনি সবসময়ই অত্যন্ত বিনয়ী এবং খুবই সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। তার নির্দেশনায় এতোদিন পর কাজ করতে যাচ্ছি, এ অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশের নয়।’
আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনম্যান্টের ব্যানারে ‘একটি সিনেমার গল্প’ নির্মিত হবে।