Connect with us

বলিউড

সালমানের নায়িকার খোলামেলা ছবি ফাঁস

Published

on

পার্ল রাহ
পার্ল রাহ

দাবাং থার্ড ইনস্টলমেন্ট রেডি। এবার সালমানের দাবাং গার্ল হিসেবে দেখা যাবে পার্ল রাহকে।

তবে ছবি মুক্তির আগেই হিট হয়ে গেছেন এই নায়িকা। টপলেসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সালমানের এই হবু নায়িকা।

লন্ডনের বাসিন্দা ১৮ বছরের পার্ল সালমানের ঘনিষ্ঠ বন্ধু। সেই সূত্রেই সালমানের দাবাং গার্ল হতে চলেছেন তিনি। কিন্তু ছবির শুটিং শুরুর আগেই পেজ থ্রি এর শিরোনামে পার্ল।

পার্ল রাহ

পার্ল রাহ

‘দাবাং ৩’-এর নায়িকার টপলেস ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই কোণঠাসা নায়িকা।

যদিও মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমের দাবি, “প্রচার পাওয়ার জন্যই নাকি পার্ল ওয়েব দুনিয়ায় এ সব ছবি ছড়িয়েছেন!

পার্ল রাহ

পার্ল রাহ

আলসে ‘দাবাং ৩’তে নায়িকা হিসেবে পার্লের নাম ভাবা হয়েছে ঠিকই, কিন্তু এখনও কিছুই চূড়ান্ত হয়নি। এমনকী পার্লকে সালমান নাকি চেনেনও না”।

Advertisement

Comments

সর্বাধিক পঠিত