ফ্যাশনে যতোই মানুষের আগ্রহ বাড়ছে, ততোই বাড়ছে শাড়ি নিয়ে নানা ধরনের নান্দনিক কাজ। কখনো রঙ-তুলির মাধ্যমে, কখনোবা সুতার কাজ দিয়ে প্রকাশিত হয় এসব নান্দনিকতা। দৃষ্টিনন্দন এই শাড়িরও আছে পরিধানের নানা ঢঙ।
জানা যায়, বর্তমান কালের আধুনিক শাড়ি পরার রীতির সাথে বাঙালি নারীকে সর্বপ্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিখ্যাত জোঁকাসাঁকো ঠাকুর পরিবারের বউ-মেয়েরা। তাদের নিত্য-নতুন শাড়ি পরার ঢঙ কিংবা স্টাইল ঝড় তুলেছিল তখনকার অন্দরমহলের বাসিন্দাদের মনে। এই তালিকার প্রথমেই নাম আসে ঠাকুরবাড়ির অন্যতম পুত্রবধু জ্ঞানদানন্দিনী দেবী’র। তার শাড়ি পরার ঢঙ ছিল তৎকালীন সমাজে অনুকরণীয় ফ্যাশন। সেই ধারাটা আজও চলে আসছে।

আধুনিক ফ্যাশনে তরুণীদের আগ্রহ শাড়িতে। মডেল : লিয়ানা লিয়া, ছবি : দীপন চন্দ্র
যদিও কালের বিবর্তনে এসেছে রঙ, কাপড় ও ডিজাইনের পরিবর্তন। তবু আজও বঙ্গ ললনাদের পরিধেয় পোশাকের প্রথম স্থানটি দখল করে রয়েছে শাড়ি। এবারে ঈদ ফ্যাশনে তাই নগরীর বুটিক হাউজ ও শপিং মলগুলোতে দেখা গেছে দুর্দান্ত সব শাড়ির কালেকশন।
ডিজাইনারদের মতে, ইদানিং মেয়েরা সুতি, খাদি, অ্যান্ডি, সিল্ক, হাফ সিল্ক শাড়ির প্রতিই বিশেষ নজর দেন। প্রকৃতির সাথে মিল রেখে শাড়িতে হালকা ও উজ্জ্বল রঙের ব্যবহার তাদের প্রধান আকর্ষণ। পাশাপাশি নীল, বেগুনি, ম্যাজেন্টা, ফিরোজা, পেস্ট, সাদা, গোলাপী, সবুজ রঙের শাড়িতে এধরনের রঙের প্রাধান্যও।
ডিজাইনাররা জানান, এখন শাড়িতে চওড়া পাড়ের আধিক্য বেশি দেখা যাচ্ছে। সুতি, জর্জেট ও সিল্ক শাড়ির ওপর পাড় এবং তাতে সুতার কাজ বা হ্যান্ড প্রিন্ট চলছে।

আধুনিক ফ্যাশনে তরুণীদের আগ্রহ শাড়িতে। মডেল : লিয়ানা লিয়া, ছবি : দীপন চন্দ্র
তাদের মতে, ইদানিং তিন-চারটি রঙের মিশেলে কনট্রাস্টের শাড়িই বেশি পছন্দ করছে তরুণীরা। মসলিন, অ্যান্ডি, সুতি কাপড়ের ওপর সুতা, অ্যাপ্লিকের কাজ বেশি চলছে । কারণ এখন সবাই একটু হালকা ধরনের শাড়ি পড়তে চায়, জমকালো অথচ হালকা শাড়িই এখনকারট্রেন্ড।
সাধারণত বড় বড় শপিং মলগুলো থেকে একটু ভিন্ন ধরনের পোশাক যারা পছন্দ করেন, তারাই সাধারণত ভিড় করেন বুটিক হাউজগুলোতে। এছাড়া বুটিক হাউজের পাশাপাশি নগরীর মিমি সুপার, সানমার, আফমি প্লাজা, নিউ মার্কেটের মত অভিজাত শপিং মলগুলোতে দেশী শাড়ির চাহিদার সাথে যুক্ত হয়েছে ভারতীয় শাড়ির চাহিদাও। ফলে এখানেও ক্রেতাদের রয়েছে ব্যাপক ভিড়। ফ্যাশন যাই হোক না কেন, স্টাইল নির্ভর করে নিজের ব্যক্তিত্বের ওপর। তাই সেই ব্যক্তিত্বকে মানায় এমন শাড়িই কেনার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন ডিজাইনাররা।
ডিজাইন ও কাপড় ভেদে এসকল বুটিকে শাড়িগুলোর দাম পড়বে সাড়ে এক হাজার থেকে সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত।
আধুনিক ফ্যাশনে তরুণীদের আগ্রহ শাড়িতে। মডেল : লিয়ানা লিয়া, ছবি : দীপন চন্দ্র