মডেল-অভিনেত্রী জয়া আহসান গ্ল্যামার আর অভিনয় দক্ষতা দিয়ে দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন আগেই। সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী ওপার বাংলাতেও অভিনয়ের সুখ্যাতি ছড়িয়েছেন। পেয়েছেন পুরস্কারও।
দুই বাংলায় নিয়মিত কাজ করে যাচ্ছেন জয়া। এবার ‘ঝড়া পালক’ নামে কলকাতার একটি সিনেমায় তিনি নাম লেখাতে যাচ্ছেন বলে জানিয়েছেন সিনেমাসংশ্লিষ্ট একটি সূত্র।
সূত্রটি আরো জানান, কবি জীবনানন্দ দাশের জীবনী নিয়ে নির্মাণাধীন এ সিনেমায় বনলতা সেনের চরিত্রে অভিনয় করবেন জয়া। এ বিষয়ে পাকা কথা হলেও এখনো চুক্তিবদ্ধ হননি তিনি। খুব শিগগির তিনি চুক্তিবদ্ধ হবেন।

জয়া আহসান (Joya Ahsan)। ছবি : সংগৃহীত
এতে তার বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার রাহুল ব্যানার্জী ও ব্রাত্য বসু। সায়ন্তন মুখার্জী পরিচালিত এ সিনেমায় জীবনানন্দ দাশের ভাই অশোক আনন্দের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের চিত্রনায়ক আমান রেজা। খুব শিগগির তিনি এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।
জয়া অভিনীত সর্বশেষ ‘খাঁচা’ সিনেমাটি গত ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আকরাম খান পরিচালিত এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিমসহ অনেকে।

জয়া আহসান (Joya Ahsan)। ছবি : সংগৃহীত
উল্লেখ্য, জয়া আহসানের জন্ম ১ জুলাই, ১৯৮২। মডেলিং ও টিভি নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলর (২০০৪)।
তিনি নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত সৈয়দ শামসুল হক’র নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে এবং রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে টানা দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার লাভ করেন। অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রী সিনেমায় অভিনয় করে তিনি ২০১৫ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।