‘দেশজ’ জাতীয় পান্ডুলিপি প্রতিযোগীতা ২০১৭
২৩ মার্চ সন্ধ্যায় বিশ্ব সাহিত্যকেন্দ্রের ইসফেন্দিয়ার জাহিদ হাসান মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘দেশজ’ জাতীয় পান্ডুলিপি প্রতিযোগীতা ২০১৭ এর পুরস্কার বিতরণী ও প্রকাশনা উৎসব। ‘‘জীবন নান্দনিকতার সন্ধানে’’ এই প্রতিপাদ্য নিয়ে দেশজ প্রকাশন গৌরবময় যাত্রা শুরু করে। তাদের আয়োজনে দেশজুড়ে ৪টি শাখায়- গল্প, উপন্যাস, কবিতা ও প্রবন্ধতে অপ্রকাশিত, মৌলিক, সৃজনশীল এবং বাংলা ভাষায় রচিত পান্ডুলিপি প্রতিযোগীতার আহবানে সাড়া দেন দেশজুড়ে অসংখ্য লেখক।
নন্দিত লেখক প্রিন্স আশরাফ উপন্যাস ও গল্প এ দুটি শাখায় ১ম পুরস্কার অর্জন করেন। গল্প গ্রন্থ ‘অন্ধের শহরে একজন আয়নার ফেরিওয়ালা’ ও উপন্যাস ‘কাঁটাতারে পুষ্পলতা’ এ দুটি বই জিতে নেয় প্রথম পুরস্কার। পুরস্কার বিজয়ী হিসেবে লেখক প্রিন্স আশরাফ পেলেন ক্রেস্ট, সনদ, ও নগদ ৬০,০০০ টাকা। এছাড়াও পান্ডুলিপি গ্রন্থাকারে প্রকাশ করেছে এই প্রকাশন।

দুটি শাখাতেই প্রথম পুরস্কার- অনুভূতি জানতে চাইলে প্রিন্স আশরাফ বলেন, ‘‘দেশজ প্রকাশন এর আয়োজনে আমি সত্যি অনেক আনন্দিত। ব্যতিক্রমধর্মী এমন আয়োজন লেখকদের মৌলিক সাহিত্য চর্চায় উৎসাহিত করার পাশাপাশি সৃষ্টিশীলতার দিকে মনোযোগী করবে। ধন্যবাদ দেশজ প্রকাশনকে। সাহিত্য সাধনা ও সৃজনশীলতার এমন চর্চা অব্যাহত থাকুক।’’

কবি আল মুজাহিদী এ সভাপতিত্বে এবং ড. ফজলুল হক তুহিনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন দেশজ প্রকাশন এর প্রকাশক মনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য কথাশিল্পী ও শিল্প-সমালোচক হাসনাত আবদুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাশিল্পী দিলারা মেসবাহ, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি রেজাউদ্দিন স্টালিন প্রমূখ।