সেলিব্রিটিদের আড্ডা বিষয়ক অনুষ্ঠান ‘এবং পূর্ণিমা’। চিত্রনায়িকা পূর্ণিমার সঞ্চালনায় কথার ঝাঁপি নিয়ে বসেন তারকা। অনুষ্ঠানের নতুন পর্বের জন্য ‘সুভা’ তারকার মুখোমুখি হলেন সিয়াম আহমেদ ও তৌসিফ মাহবুব।
সম্প্রতি ‘এবং পূর্ণিমা’র নতুন এ পর্বে রেকডিং শেষ হলো। এতে ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা নিজেদের অনেক অজানা কথা বলেছেন। ক্যারিয়ার শুরুর দিকের সংগ্রাম ও প্রতিকূলতা পেরিয়ে তাদের এগিয়ে যাওয়ার গল্প উঠে এসেছে। পাশাপাশি শুটিংকালীন মজার মজার অভিজ্ঞতাও শেয়ার করেছেন। বলেছেন তাদের বন্ধুত্বের গল্প।
এ প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘পূর্ণিমা আপু আমাদের প্রিয় অভিনেত্রী। তার সঞ্চালনায় বেশ প্রশংসিত। তার এ অনুষ্ঠানে প্রাণবন্ত আড্ডা দিয়েছি আমরা। আশা করি দর্শকরা অনুষ্ঠানটি দেখে আনন্দ পাবেন।’
সিয়াম বলেন, ‘পূর্ণিমা আপুর সঙ্গে একটি নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে আমার। এবার তার উপস্থাপনায় আড্ডা দিলাম। বেশ আনন্দঘন আড্ডা দিয়েছি। দর্শকরা আমাদের নিয়ে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।’
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুৎ। আরটিভিতে প্রতি শনিবার রাত ১০টায় প্রচার হয়। শিগগিরই সিয়াম ও তৌসিফের পর্বটি প্রচার হবে বলে জানিয়েছেন প্রযোজক।