শেষপর্যন্ত আওয়ামী লীগের মনোনয় পাচ্ছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ফারুক। এরই মধ্যে তাকে একটি আসন থেকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ক্ষমতাসিন দলটি। তবে দলের হয়ে মনোনয়ন কেনা আরেক নায়ক শাকিল খান ও খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল মনোনয়ন পাচ্ছেন না।
জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের হয়ে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন- নায়ক ফারুক, শাকিল খান ও মনোয়ার হোসেন ডিপজল। তারা প্রথম থেকেই আশা করে ছিলেন দল থেকে মনোনয়ন পাবেন তারা। তবে শেষপর্যন্ত আওয়ামী লীগ যে চূড়ান্ত তালিকা করেছে তাতে নাম আছে শুরু ফারুকের।
অবশ্য এদের বাইরেও অভিনেত্রীদের মধ্যে রয়েছেন- করবী, তারানা হালিম, শমী কায়সার, রোকেয়া প্রাচী, টিভি অভিনেতা সিদ্দিকুর রহমান এবং মমতাজ বেগম মনোনয়ন কেনেন। এরমধ্যে থেকেও দুই-তিনজন মনোনয়ন পাচ্ছেন।
জানা গেছে, গাজীপুর-৫ আসন থেকে নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার মিঞাভাই খ্যাত গ্রাম-বাংলার মানুষের প্রিয় নায়ক ফারুক। বঙ্গবন্ধুর স্নেহধন্য সাবেক এই ছাত্রনেতা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনে অস্ত্র হাতেও যুদ্ধ করেছিলেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা।
তবে শেষপর্যন্ত তিনি গাজীপুর থেকে না পেলেও ঢাকার কোন একটি আসন থেকে মনোনয়ন পেতে পারেন। সে ক্ষেত্রে উত্তরা বা গুলশানের একটি আসনে তার নির্বাচনের কথা শোনা যাচ্ছে। এখবরে বেশ উৎসাহ চলছে ফারুক শিবিরে। বিশেষ করে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা বেশ খুশি। কারণ মনোনয়নের ব্যাপারে তারা প্রথম থেকেই ফারুকের সঙ্গে ছিলেন।
ফারুক বলেন, ‘শতভাগ গ্যারান্টি দিতে পারি আমি জিতব, ইনশাআল্লাহ। কালিগঞ্জে আমাদের চারশ বছরের বসতি। ভাওয়াল ছাড়া এতো পুরনো লোক নেই ওখানে। ঈশা খাঁ, ভাওয়াল এবং পাঠান এই তিন বংশ থেকে বেরিয়ে এসেছি আমি ফারুক পাঠান। সুতরাং এখানে আমাদের একটা ঐতিহ্য আছে। ওখানে যা করেছি আমরাই করেছি। এখন জনগণ আমাকে চাচ্ছে। নির্বাচনে আসাকে আমিও আমার একটা দায়িত্ব মনে করি।’
এদিকে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন চিত্রনায়ক শাকিল খান। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় তার সমর্থকরা উপস্থিত ছিলেন। তবে আরও আগ থেকেই তিনি তার এলাকায় প্রচারণা চালিয়ে আসছিলেন। যদিও শেষপর্যন্ত তার মনোনয়ন পাওয়া হচ্ছে না।
অন্যদিকে ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তিনি। তার বিরুদ্ধে এর আগে বিএনপির রাজনীতি করার অভিযোগ থাকায় তিনি মনোনয়ন পাচ্ছেন না।
তবে মনোনয়ন ফরম কেনার পরে মনোয়ার হোসেন ডিপজল সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী নির্বাচনে আমি ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। এই আসনে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে জয়লাভ করে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চান। মিরপুরের এই আসনে মনোয়ার হোসেন প্রতিটি মানুষের মাঝে জনপ্রিয় নেতা বলে জানিয়েছে স্থানীয়রা।