ঢাকা ও কলকাতায় ব্যস্ততা বাড়ছে অভিনেত্রী অরিনের। এইতো কিছুদিন আগে কলকাতার বেশ কয়কটি ছবির কাজ করে ঢাকায় ফিরেছেন তিনি। ফিরেই হাত দিয়েছেন নতুন ছবির কাজে। এরমধ্যে পেলেন কলকাতার আরও একটি ছবির প্রস্তাব।
কলকাতায় অরিনের নতুন ছবির নাম ‘আতস কাঁচ’। ছবির নামেই রয়েছে ক্রাইম থ্রিলারের আভাস। কলকাতার উঠতি পরিচালক অরিন্দম বসু নির্মাণ করছেন এই ছবি। অরিন্দম নতুন নির্মাতা হলেও, ‘আতস কাঁচ’ ছবিতে নিয়েছেন পাকা অভিনয়শিল্পী।

অরিন
সম্প্রতি ছবি প্রসঙ্গে কলকাতার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অরিন্দম বসু। সেখানে তিনি জানান, ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন কলকাতার টোটা রায় চৌধুরী, রোহিত রায় এবং বাংলাদেশের জনপ্রিয় মুখ অরিন।
‘আতস কাঁচ’ ছবিতে অরিনের চরিত্রের নাম রেশমা। ছবির গল্প সম্পর্কে পরিচালক জানান, প্রতাপাদিত্য সিং (রোহিত রায়) একজন ক্রাইম থ্রিলার ধাঁচের লেখক। স্ত্রী রেশমার (অরিন) সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছে না। তাই তাঁরা পাহাড়ে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করে। ছুটি কাটানোর ফাঁকে নিজের অসামাপ্ত একটি গল্পের কাজ শেষ করারও পরিকল্পনা করেন তিনি। বেড়াতে গিয়ে তাঁদের সঙ্গে পরিচয় হয় রাহিলের (টোটা রায় চৌধুরী)। পাহাড়ে রাহিল ছোট্র একটি পানশালা পরিচালনার পাশাপাশি গান-বাজনা করেন। এই তিনজনের পরিচয়ে ছবির গল্পে ঘটে নানা বাঁকবদল।

অরিন
চলতি বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে কলকাতার উত্তরাঞ্চলে ছবির কাজ শুরু হবে বলে জানান পরিচালক।
এর আগে কলকাতার বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন ২০১০ সালের লাক্স সুপারস্টার প্রতিযোগী অরিন। কলকাতায় তাঁর প্রথম ছবি ‘অপরাজেয়’। এরপর ‘আমার ভয়’, ‘শর্টকাট’, ও ‘উল্কি’ শিরোনামের কয়েকটি ছবিতে কাজ করেছেন। এদিকে বাংলাদেশে অরিনের প্রথম চলচ্চিত্র ‘ছিন্নমূল’ মুক্তি পায় ২০১৬ সালে। এরপর একে একে চুক্তিবদ্ধ হয়েছেন ‘বিধ্বস্ত’, ‘মাতাল’, ‘আমার সিদ্ধান্ত’ ও ‘সংসার’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে।