fbpx
Connect with us

ছোটপর্দা

তিন কন্যার এক নাটক

Published

on

সালহা খানম নাদিয়া, ফারহানা মিলি এবং এ্যানি খান। ছবি : অভিডটকম

ফারহানা মিলি ধারাবাহিক নাটক জুট জামেলা তে অংশগ্রহন করে তার অভিনয় কর্মজীবন শুরু করেন। মনপুরা চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ‘মনপুরা’ ছবিতে কাজ করার আগেও ফারহানা মিলি বাংলা টিভি নাটকে অভিনয় করেছেন। এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট নাটকে মিলি অভিনয় করছেন। মিলি ২০১১ সালে ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলামকে বিয়ে করেন। তার একটি ছেলে সন্তান রয়েছে।

প্রথমবারের মতো একসঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করছেন তিন কন্যা ফারহানা মিলি, এ্যানি খান ও সালহা খানম নাদিয়া। সঞ্জিত সরকারের রচনা ও নির্দেশনায় ‘চিটিং মাস্টার’ ধারাবাহিক নাটকে ফারহানা মিলি, এ্যানি ও নাদিয়া অভিনয় করছেন যথাক্রমে সোনিয়া, বন্যা ও জিনিয়া চরিত্রে।

নাটকের গল্পে মিলি ও নাদিয়া অর্থাৎ সোনিয়া ও জিনিয়া দুই বোন। তাদের বাসাতেই ভাড়া থাকেন বন্যা। এরইমধ্যে ধারাবাহিকটি স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে প্রচার শুরু হয়েছে। ছবি ও খবর : অভিডটকম।

ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘গত বছরও সঞ্জিত দাদার নির্দেশনায় একটি ধারাবাহিকে অভিনয় করেছিলাম। নতুন বছরেও তার নির্দেশনায় আরেকটি ধারাবাহিকে নিয়মিত হলাম। যদিও এরইমধ্যে নাটকটির প্রচার শুরু হয়েছে এবং বেশ ভালো সাড়াও পাচ্ছি। সঞ্জিত দাদা তার নির্মাণে বেশ সিরিয়াস একজন নির্মাতা। নির্মাণকাজে বেশ অভিজ্ঞতাও রয়েছে তার। যেহেতু নিজেই নাটক রচনা করেন তাই তার কাজের প্রতি অন্যরকম দরদ আছে, সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজটি করেন। মূলকথা, খুব চমৎকার একটি ইউনিট তার। যে কারণে কোনোরকম ঝামেলা ছাড়াই আমরা কাজটি করছি।’

সালহা খানম নাদিয়া, ফারহানা মিলি এবং এ্যানি খান। ছবি : অভিডটকম

সালহা খানম নাদিয়া, ফারহানা মিলি এবং এ্যানি খান। ছবি : অভিডটকম

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে এ্যানি খান বলেন, ‘এই মুহূর্তে আমি বেশ কিছু ধারাবাহিকে কাজ করছি। তবে সবগুলোর মধ্যে এই ধারাবাহিকের গল্প এবং আমার চরিত্রটি আমি বেশ উপভোগ করছি। সহশিল্পী হিসেবে আমার প্রিয় অনেক শিল্পীই আছেন। যে কারণে শুটিংয়ের সময়টা আমার বেশ ভালো কাটে। সময়টা ভীষণ উপভোগ করি আমি। সঞ্জিত দাদা নির্মাতা হিসেবে অনেক যত্নশীল একজন নির্মাতা। তাই এই ধারাবাহিকের জন্য আমি বেশ সাড়াও পাই।’

সালহা খানম নাদিয়া বলেন, ‘এই নাটকে আমি মিলি আপুর ছোট বোন জিনিয়া চরিত্রে অভিনয় করছি। যেহেতু ঢাকাইয়া ভাষার নাটক তাই শুটিংয়ের সময়টা ভীষণ উপভোগ করি আমি। নিঃসন্দেহে বলতে হয় সঞ্জিত দাদার ইউনিট বেশ গুছানো একটি ইউনিট। প্রয়োজনের বাইরে অতিরিক্ত কোনো সময়ের প্রয়োজন হয় না। তাই মাঝে মাঝে অনেক আগেই আমাদের শুটিং শেষ হয়ে যায়।’

নির্মাতা সঞ্জিত সরকার জানান, প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত দশটায় আরটিভিতে নাটকটি প্রচার হচ্ছে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, মনিরা মিঠু, আরফান আহমেদ, আ খ ম হাসান, তুষ্টি, মিলন ভট্টসহ অনেকে।

মন্তব্য করুন
Advertisement

ফন্ট ছোট-বড় করুন

Advertisement
নায়লা নাঈম। ছবি : সংগৃহীত
অন্যান্য2 weeks ago

শাকিব খানকে উৎসর্গ করে নায়লা নাঈমের শর্টফিল্ম

সোনিয়া খান। ছবি : ফেসবুক
অন্যান্য2 weeks ago

কাজের বিনিময়ে টাকা ইনকাম করাটাই আমার উদ্দেশ্য : সোনিয়া খান

শাকিব খান। ছবি : সংগৃহীত
তারকা গসিপ1 week ago

শাকিব খান বিয়ে করতে যাচ্ছেন এ বছরের শেষের দিকে

ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। ছবি : সংগৃহীত
সুরের মূর্ছনা4 days ago

আবারও বিয়ে করছেন ক্লোজআপ তারকা সালমা

মডেল রাজিয়া সুলতানা লিয়া। ছবি : প্রবীর
বিবিধ2 weeks ago

বিয়েতে যেসব আইন-কানুন নিয়ম-নীতি বেদাবেদ আছে বাংলাদেশে

অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
অন্যান্য2 days ago

সব ওপরওয়ালার ইচ্ছা : অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে একমাত্র পুত্র আব্রাম খান জয়। ছবি : সংগৃহীত
তারকা গসিপ1 week ago

আবারও এক হচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস !

সাদিকা পারভিন পপি। ছবি : সংগৃহীত
তারকা গসিপ2 weeks ago

চিত্রনায়িকা পপি অবশেষে বিয়ে করছেন 

বিদ্যা সিনহা সাহা মিমের নতুন ফ্ল্যাটে এরপর একে একে উপস্থিত হন নন্দিত নাট্যাভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা, চিত্রনায়ক আরিফিন শুভ, চিত্রনায়িকা পূর্ণিমা, জনপ্রিয় অভিনেতা-নির্দেশক জাহিদ হাসান, জাজ’র কর্ণধার আব্দুল আজিজ, কোরিওগ্রাফার তানজিল ও তার স্ত্রী লামিয়া, উপস্থাপিকা ফারহানা নিশো, চিত্রনায়িকা পপি, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক ইমন, বাপ্পী, কোরিওগ্রাফার সোহাগ, ফ্যাশন ডিজাইনার রামিমসহ অনেকে। ছবি : সংগৃহীত
অন্যান্য5 days ago

বিদ্যা সিনহা সাহা মিমের ফ্ল্যাটে ঢালিউড তারকাদের মেলা

রোদ্দুর প্রকাশনী থেকে হাট্টিমাটিম টিমের ১০০ ছড়া
রূপালী আলো4 weeks ago

রোদ্দুর প্রকাশনী থেকে হাট্টিমাটিম টিমের ১০০ ছড়া

সৌদি আরবের পূর্বাঞ্চলের মরুভূমিতে বন্যা। ছবি: সংগৃহীত
রূপালী আলো2 months ago

সৌদি আরবের মরুভূমিতে বন্যা! (ভিডিও)

বিয়ের প্রথম রাতে নারী-পুরুষ উভয়েই মনে রাখবেন যে বিষয়গুলো
রূপালী আলো2 months ago

বিয়ের প্রথম রাতে নারী-পুরুষ উভয়েই মনে রাখবেন যে বিষয়গুলো

আরমান আলিফ
রূপালী আলো3 months ago

সন্দেহ ডেকে আনে সর্বনাশ : আরমান আলিফ

সালমান শাহকে নিয়ে সেই গান প্রকাশ হল
রূপালী আলো4 months ago

সালমান শাহকে নিয়ে সেই গান প্রকাশ হল, পরীমনির প্রশংসা

পাকিস্তানের ক্যাপিটাল টিভি চ্যানেলে প্রচারিত টকশোর স্ক্রিনশট। ছবি: সংগৃহীত
রূপালী আলো5 months ago

সুইডেন নয়, পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায় (ভিডিও)

Drink coffee in a tank of thousands of Japanese carp in Saigon
রূপালী আলো5 months ago

যে রেস্টুরেন্টে আপনার পা নিরাপদ নয় (ভিডিওটি ২ কোটি ভিউ হয়েছে)

ঘাউড়া মজিদ এখন ব্যবসায়ী
রূপালী আলো5 months ago

‘ঘাউড়া মজিদ এখন ব্যবসায়ী’ (ভিডিও দেখুন আর হাসুন)

‘আমরা গরিব হইতে পারি, কিন্তু ফকির মিসকিন না’
রূপালী আলো5 months ago

‘আমরা গরিব হইতে পারি, কিন্তু ফকির মিসকিন না’

রঙ্গন হৃদ্য (Rangan riddo)। ছবি : সংগৃহীত
রূপালী আলো5 months ago

ভাইরাল রঙ্গন হৃদ্যকে নিয়ে এবার সমালোচনার ঝড়

শুভশ্রী গাঙ্গুলী
রূপালী আলো5 months ago

এটাও জানেন শুভশ্রী!

সর্বাধিক পঠিত

ভারপ্রাপ্ত সম্পাদক : বীরেন মুখার্জী
হেড অব মার্কেটিং : দীনবন্ধু রায়
প্রকাশক : রামশংকর দেবনাথ
বিভাস প্রকাশনা কর্তৃক ৬৮-৬৯ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০ থেকে প্রকাশিত।
ফোন : +88 01687 064507
ই-মেইল : rupalialo24x7@gmail.com
© ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত | রূপালীআলো.কম