
অতিক্রম ।। শেলী সেনগুপ্তা
জানুয়ারি ২৪, ২০২১অতিক্রম
শেলী সেনগুপ্তা
অন্ধকারের পাল ছিঁড়তে ছিঁড়তে
ধর্ষণবিরোধী ব্যানার হাতে মেয়েটি
মিছিলের সামনে দাঁড়িয়েছিলো,
ভিন্নতর বিপ্লবের ইতিহাস গড়তে চেয়েছিলো,
অতঃপর প্রেমিকের ক্ষুরধার দাঁত
কোমল স্তন ভেদ করে হৃৎপিন্ডে পৌঁছালো,
মেয়েটি প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে নিজের কাছেই —
মেয়েটি এখন নিঃসঙ্গ সিগারেট —
একলাই পোড়ে চুম্বনকামী শুষ্ক ঠোঁটে…