fbpx
Connect with us

রূপালী আলো

সাংবাদিক নয়, ইউটিউবার ভেবে ক্ষিপ্ত হন শাকিব খান

Published

on

গত কয়েকদিন ধরে এফডিসিতে শুটিং চলছে শামীম আহমেদ রনী পরিচালিত ‘শাহেনশাহ’ ছবির। সেখানে ৭নং ফ্লোরে ও কালার জহির ল্যাবের সামনে বড় করে সেট বানিয়েই করা হচ্ছিল ছবির শুটিং। সেখানে উপস্থিত ছিলেন এই ছবির অন্যতম চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও। শেষ সময়ের দৃশ্যায়ন সমাপ্ত না হওয়ার আগেই কিছু হট্টোগোলের জন্য প্রায় ৭ লক্ষাধীক টাকার আর্থিক ক্ষতির সম্মূখীন হতে হয় পরিচালক প্রযোজককে। শুটিং এ মূল ঘটানার কারণ হিসেবে জানা যায়, শুটিং চলা অবস্থায় সাংবাদিক নয়, ইউটিউবার ভেবে ক্ষিপ্ত হয়েছিলেন শাকিব খান। ঠিক এমনটি জানালেন শুটিং শুটিং ইউনিটের সংশ্লিষ্টরা।

শুটিং ইউনিটের একজন সহকারী মেকাপম্যান বলেন, ‘গত সপ্তাহেও শুটিং চলার সময় একজন ফটো সাংবাদিক নিজেকে সাংবাদিক দাবি করে এবং ছবি তোলার নাম করে চুরি পুরো শুটিং এর অবস্থান ভিডিও করে নিয়ে তাদের ইউটিউবের চ্যানেলে তার আপ করেন। শুটিং শেষ করে বাসায় ফিরে আমিসহ অনেকেই ইউটিউবে ভিডিওটি দেখতে পাই। পরবর্তি তা জানাজানি হলে পরিচালক ও প্রযোজকের মধ্যে শুরু হয় মন মালিন্য। এরপর অনেক প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়া আসলেও তাতে আর পরিচালক ও পুরো শুটিং ইউনিট বাধা দেন। এমনকি অনেক ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদেরও ফিরিয়ে দিয়েছেন পরিচালক। এছাড়া গত শুটিং এ এক নবাগতা নায়িকার ইউটিউবের জন্য ইন্টারভিউ নেয়ার জন্য তাকে বসে থাকতে দেখা যায় সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত। যা আজো পর্যন্ত কোন সাংবাদিক মহলকে এ রকম চোখে পড়েনি আমাদের। তার সর্ম্পকে আমরা যতোদূর শুনেছি গত কয়েক বছর আগেও তার সাথে নাকি চিত্রনায়িকা পরীমনির সেটও এমনটি হয়েছিলো। আমাদের জানামতে সাংবাদিক এ রকম হয়না।’

তিনি আরোও বলেন, ‘দিনের শেষে মাত্র ২টি অংশের শুটিং করলে সেই সেটের শুটিং এর কাজ শেষ হয়ে যেত। সেই মূহুর্তে সিডাবের সভাপতি ফারুক ভাই সদস্য নেই বলে হাসান নামক ছবির সহকারী পরিচালককে তাদের অফিসে আসতে বলে। যদিও শেষ পর্যন্ত তাদের জন্য শুটিং আটকে ছিলো। পরবর্তিতে মেকাপম্যান সবুজ এসে তাদেরকে শুটিং এর পর বসতে বললে তারা কোন ভাবেই তা মানতে চাননি। ঠিক সেই সময় দিনের শেষ সময় আর শেষ দিনের শুটিং না করতে পেরে ক্ষিপ্ত হয়ে বের হন চিত্রনায়ক শাকিব খান নিজেই। বের হওয়ার পর চোখে পরে সেইদিনের সেই ফটো সাংবাদিক আবারও নিজের মোবাইলে তা ভিডিও করছে। বিষয়টি সবার চোখে পরলে শুটিং ইউনিটের সবাই তার ক্যামেরা মোবাইল চাইলে সে তা দিয়ে নারাজ হন। পরবর্তি শাকিব খান নিজেই তার থেকে মোবাইলটি জোর পূর্বক নিয়ে নেন। পরে শাকিব খানের সাথে কথা বলে বিষয়গুলো আদলে নিয়ে আসেন এনটিভির অনলাইনের বিনোদন সাংবাদিক মাজহার বাবু। পরে ভিডিও ফুটেজটি ডিলেট করে তার মোবাইল তাকে আবার দিয়ে দেন। এরপর সেখানে শুটিংজোন প্যাকআপ করে তিনি বাসায় চলে যান। তাতে করে শুটিং এ পুরো ৭ লক্ষ টাকার মতো লস। এখন পরবর্তি বিষয়গুলো পরিচালক ও প্রযোজকই দেখছেন।’

এ বিষয় নিয়ে পরিচালক শামীম আহমেদ রনী ও চিত্রনায়ক শাকিব খানের সাথে কথা বলতে গেলে তারা কোন কথা না বলেই গাড়ীতে করে বের হয়ে যান।

মন্তব্য করুন
Advertisement
ইত্যাদিখ্যাত কণ্ঠশিল্পী আকবরের নতুন গান
রূপালী আলো7 months ago

ইত্যাদিখ্যাত কণ্ঠশিল্পী আকবরের নতুন গান

শাহরুখ-কন্যা সুহানা খান। ছবি : ইন্টারনেট
রূপালী আলো7 months ago

পানির নীচে কার সঙ্গে শাহরুখ-কন্যা সুহানা! (ভিডিও)

গুলশান-বনানীর পারিবারিক জীবন নিয়ে শর্টফিল্ম 'অপরাধী'
রূপালী আলো7 months ago

গুলশান-বনানীর পারিবারিক জীবন নিয়ে শর্টফিল্ম ‘অপরাধী’

সৌদি আরবের পূর্বাঞ্চলের মরুভূমিতে বন্যা। ছবি: সংগৃহীত
রূপালী আলো9 months ago

সৌদি আরবের মরুভূমিতে বন্যা! (ভিডিও)

বিয়ের প্রথম রাতে নারী-পুরুষ উভয়েই মনে রাখবেন যে বিষয়গুলো
রূপালী আলো10 months ago

বিয়ের প্রথম রাতে নারী-পুরুষ উভয়েই মনে রাখবেন যে বিষয়গুলো

আরমান আলিফ
রূপালী আলো10 months ago

সন্দেহ ডেকে আনে সর্বনাশ : আরমান আলিফ

সালমান শাহকে নিয়ে সেই গান প্রকাশ হল
রূপালী আলো12 months ago

সালমান শাহকে নিয়ে সেই গান প্রকাশ হল, পরীমনির প্রশংসা

পাকিস্তানের ক্যাপিটাল টিভি চ্যানেলে প্রচারিত টকশোর স্ক্রিনশট। ছবি: সংগৃহীত
রূপালী আলো12 months ago

সুইডেন নয়, পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায় (ভিডিও)

Drink coffee in a tank of thousands of Japanese carp in Saigon
রূপালী আলো12 months ago

যে রেস্টুরেন্টে আপনার পা নিরাপদ নয় (ভিডিওটি ২ কোটি ভিউ হয়েছে)

ঘাউড়া মজিদ এখন ব্যবসায়ী
রূপালী আলো12 months ago

‘ঘাউড়া মজিদ এখন ব্যবসায়ী’ (ভিডিও দেখুন আর হাসুন)

সর্বাধিক পঠিত